editor.timesmail24@gmail.com রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করবে সরকার

টাইমস মেইল ডেস্ক

প্রকাশিত: ১১ জুন ২০২৪, ২০:৫৭
আপডেট: ১১ জুন ২০২৪ ২০:০৬

ফাইল ছবি

নেপাল থেকে পাঁচ বছরের জন্য ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে সরকার। যার প্রতি ইউনিটের খরচ ৮ টাকা ১৭ পয়সা। আর নেপালকে দিতে হবে প্রতি ইউনিট ৬.৪০ মার্কিন ডলার। ভারত হয়ে বিদ্যুৎ আসবে বলে ভারতকে ট্রেডিং মার্জিন হিসেবে ইউনিট প্রতি ০.০৫৯ রুপি দিতে হবে।

ভারতকে ট্রান্সমিশন খরচও দিতে হবে। তবে খরচ নির্ধারিত হয়নি। এই প্রস্তাবসহ মোট ১৫টি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

মঙ্গলবার (১১ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান এই তথ্য জানিয়েছেন। 

সচিবালয়ে অনুষ্ঠিত সভায় জুলাই থেকে ডিসেম্বর মেয়াদে সিঙ্গাপুর থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদন দেয়া হয়, যেখানে শুধু জাহাজ ভাড়া বা প্রিমিয়াম পড়বে ১৩ হাজার ৮৭৬.৫৩ কোটি টাকা। 

এছাড়া টিসিবির মাধ্যমে সরকার স্থানীয়ভাবে ডাল ও ভোজ্যতেল কিনবে। মসুর ডাল কিনবে ১০ হাজার মেট্রিক টন যার মোট খরচ ২০৫ কোটি টাকা। আর ৩৩১ কোটি ৯৮ লাখ টাকায় সয়াবিন তেল কিনবে ২ কোটি ২০ লাখ লিটার। 

এছাড়া আগামী ১ বছরের জন্য জিটুজি পদ্ধতিতে কাতার ও সৌদি আরব থেকে ইউরিয়া সার আমদানির প্রস্তাব অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর