গণমাধ্যমকে সরকারের চোখ হিসেবে আখ্যায়িত করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ. আরাফাত। এসময় তিনি বলেন ‘সরকারের সমালোচনা করলেও সেটিকে আমরা স্বাগত জানাই। গঠনমূলক সমালোচনা হতে হবে। তবে অপ-সাংবাদিকতা করলে ছাড় দেয়া হবে না।’
বুধবার (২৯ মে) বিকেলে তথ্য ভবনে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক-২০২৩ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বাংলাদেশের সেনাবাহিনীকে নিচু দেখানো হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আলী আরাফাত বলেন, ‘বাংলাদেশকে ছোট করেছে তারা। একটি গোষ্ঠী আন্তর্জাতিক গণমাধ্যমকে ব্যবহার করে অপ-প্রচার চালাচ্ছে।’
ইসরায়েলী বাহিনী ফিলিস্তিনে নারী ও শিশুদের হত্যা করছে অথচ তাদের এটি নিয়ে কাজ করার কোনো সাহস নেই বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
তিনি আরো বলেন, ‘তাদের গণমাধ্যমের স্বাধীনতা আছে বলে, কিন্তু তাদের সরকার যেভাবে চালায় তারা সেভাবে চলে।’
যুক্তরাষ্ট্রের বিষয়ে আলী আরাফাত বলেন, ‘তাদের নিজের কোনও মানবাধিকার নেই। কিন্তু আমাদের শেখায়। আজ তাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে মানববন্ধন করছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। অথচ যেভাবে নারী শিক্ষক ও ছাত্রীদের ধাক্কা নিয়ে মাটিতে ফেলে মারধর করে আটক করা হচ্ছে। তা কি মানবাধিকারের মধ্যে পড়ে না?’
বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক-২০২৩ প্রদান অনুষ্ঠানে ৬টি ক্যাটাগরিতে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক ২০২৩ প্রদান করা হয়। আজীবন সম্মাননা ক্যাটাগরিতে সাপ্তাহিক বেগম সম্পাদক মরহুম নুরজাহান বেগম, প্রাতিষ্ঠানিক সম্মাননা ক্যাটাগরিতে দৈনিক ভোরের কাগজ, আঞ্চলিক প্রাতিষ্ঠানিক সম্মাননা ক্যাটাগরিতে দৈনিক কক্সবাজার, উন্নয়ন সাংবাদিকতা ক্যাটাগরিতে বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক (বার্তা) মো. ইকবাল হোসেন, গ্রামীণ সাংবাদিকতা ক্যাটাগরিতে সময় টেলিভিশনের পটুয়াখালী জেলা সংবাদদাতা সিকদার জাবীর হোসেন এবং নারী সাংবাদিক ক্যাটাগরিতে দৈনিক ভোরের কাগজের জ্যেষ্ঠ প্রতিবেদক ঝর্ণা মনি-কে পদক প্রদান করা হয়।
মন্তব্য করুন: