editor.timesmail24@gmail.com শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

রমজানে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫০
আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০২

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন

রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে মন্ত্রিসভা।

এ বছর রমজানে অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। আর যথারীতি সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার থাকবে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সময়সূচি নির্ধারণ করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ১২ কিংবা ১৩ মার্চ রোজা শুরু হতে পারে।

এওয়াইএইচ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর