editor.timesmail24@gmail.com শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

আশুলিয়া শিল্পাঞ্চলে পরিস্থিতির উন্নতি, কাজে ফিরেছেন শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৮

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। খুলেছে বন্ধ থাকা পোশাক কারখানাগুলো, যোগ দিয়েছেন শ্রমিকরা। সেগুলোতে শুরু হয়েছে উৎপাদন।

কারখানা কর্তৃপক্ষ ও শিল্পপুলিশ জানায়, অল্পসংখ্যক কারখানা ব্যতীত অধিকাংশ পোশাক কারখানা আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) খুলে দেওয়া হয়েছে। শ্রমিকরাও শান্তিপূর্ণভাবে কারখানাগুলোতে কাজ শুরু করেছেন।

শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মো. সারোয়ার আলম বলেন, আজ এই অঞ্চলে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারায় ১৮টি বন্ধ এবং দুটি কারখানায় সাধারণ ছুটি রয়েছে। এর বাইরে শিল্পাঞ্চলের সকল কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক রয়েছে শিল্পাঞ্চলের সামগ্রিক পরিস্থিতি। এ ছাড়াও শিল্পাঞ্চলের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অব্যাহত রয়েছে যৌথ বাহিনীর টহল কার্যক্রম।

কারখানার মালিকরা বলছেন, কয়েকদিনের শ্রমিক আন্দোলন ও কারখানা বন্ধ থাকায় অনেক ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে অনেক সময় লাগবে।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর