শ্রমিকদের অসন্তোষের জেরে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় বেশ কিছুদিন ধরেই বন্ধ ছিল প্রায় ২১৯ কারখানা। তবে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় আজ অধিকাংশ কারখানাই খুলে দেওয়া হয়েছে।
আজ শনিবার এসব তথ্য জানিয়েছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলেও জানান তিনি।
শিল্পপুলিশ সূত্রে জানা যায়, আজ শিল্পাঞ্চলের কোথাও কোনো কারখানায় অস্থিরতা দেখা যায়নি। এমনকি সড়ক অবরোধসহ কারখানায় হামলা বা ভাঙচুরের ঘটনাও ঘটেনি। পরিস্থিতি আজ অনেকটাই স্বাভাবিক রয়েছে।
পুলিশের এ কর্মকর্তা জানান, শ্রম আইনের ১৩ (১) ধারা মোতাবেক বন্ধ থাকা ৮৬টি কারখানার মধ্যে ৫০টি খুলেছে। আর সাধারণ ছুটি ঘোষণা হওয়া বাকি ১৩৩টি কারখানার মধ্যে বেশির ভাগ কারখানাই আজ খোলা রয়েছে। সেগুলোতে শুরু হয়েছে উৎপাদন। শুধু ১৩টি কারখানায় এখনও সাধারণ ছুটি রয়েছে।
তিনি আরও জানান, শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে পুলিশের বাড়তি সদস্য। এ ছাড়া শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর টহল অব্যাহত আছে।
এমএএন
মন্তব্য করুন: