editor.timesmail24@gmail.com রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

একদিনের ব্যবধানে আবার বেড়েছে স্বর্ণের দাম


প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৪, ১৮:২০

২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫১৭ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

 লাফিয়ে বাড়তে শুরু করেছে স্বর্ণের দাম। আজ দেশের বাজারে সবচেয়ে ভালো অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ ২৪ হাজার ৫০১ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

স্বর্ণের দাম একদিনের ব্যবধানে আবার বেড়েছে

মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫১৭ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধির কারণে নতুন এ দাম নির্ধারণ করার হয়েছে বলে জানিয়েছে বাজুস।

নতুন দাম অনুযায়ী, আজ বুধবার (২১ আগস্ট) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ ২৪ হাজার ৫০২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ১৮ হাজার ৮৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ এক হাজার ৮৬২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৮৪ হাজার ২১৪ টাকা।

 

এর আগে গত রোববার (১৮ আগস্ট) বাজুস স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয়। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য এক লাখ ২২ হাজার ৯৮৫ টাকা নির্ধারণ করা হয়। এ দাম পরদিন সোমবার থেকে কার্যকর হয়। এর একদিন পর ফের স্বর্ণের দাম বাড়ানো হলো। যা আজ বুধবার থেকে কার্যকর হবে।

এদিকে স্বর্ণের দাম বাড়লে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের রূপা দুই হাজার ছয় টাকা, ১৮ ক্যারেটের রূপা এক হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার এক হাজার ২৮৩ টাকায় পাওয়া যাচ্ছে।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর