বাংলাদেশের তিন নারী উদ্যোক্তা সংগঠন, উইমেন অ্যান্ড ই-কমার্স (উই), উইমেন আইসিটি ফ্রন্টিয়ার ইনিশিয়েটিভ (ওয়াইফাই) এবং তৃষ্ণা আইটি ইনস্টিটিউট-এর ২৩২ জন সদস্য পেলেন ৫০ হাজার টাকা করে অনুদান। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্পের অধীনে এই অনুদান দেযা হয়।
এসময় প্রতিকী চেক গ্রহন করেন উই-এর প্রতিনিধি সাদিয়া আলম সেতু, ওয়াইফাই-এর প্রতিনিধি মুমতাহিনা কেয়া এবং তৃষ্ণা আইটি ইনস্টিটিউটের প্রতিনিধি তৃষ্ণা দেও।
স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আজ যারা এই অনুদান নিয়ে সফল উদ্যোক্তা হবেন তাদেরকে ১০ লাখ টাকা অফেরতযোগ্য অনুদান দেয়া হবে। প্রথমবার সফলতার পর ২৫ হাজার নারীকে এই অনুদান দেয়া হবে, তার সাথে তাদেকে ৫ মাসের ফ্রী প্রশিক্ষণ দেয়া হবে। আগে যারা অনুদান পেয়েছলেন তাদের ৩০ শতাংশই এই সুবিধা পেয়েছেন। এটা আর্থিক অনুদান নয়, প্রধানমন্ত্রীর ভালোবাসার উপহার।
অনুষ্ঠানে পলক আরো বলেন, দেশের নারীসমাজকে মূল অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে না পারলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারী জাগরণ, ক্ষমতায়ন এবং কর্মসংস্থানের মাধ্যমে দেশের নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য কাজ করেছেন। সরকার ও পরিবারের দিক থেকে আমরা যদি সহায়ক হিসেবে উৎসাহ ও সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে আমাদের দেশের নারীরা সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন।
অনুষ্ঠানে বিশষ অতিথির বক্তব্যে আইসিটি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফেন বলেন, শিক্ষা, উদ্ভাবন ও উদ্যোক্তা সবক্ষেত্রেই দেশে আজ নারীরা এগিয়ে যাচ্ছে। তারা জাতীয় অর্থনীতিতি অবদান রাখতে শুরু করেছেন। এই নারীরা যদি গড়ে ১০ ডলার রফতানি করতে পারে তবে সেই অংকটা হবে এবারের বাজেটের অর্ধেক।
অনুষ্ঠানের উপস্থিত বিসিসি নির্বাহী পরিচালক রণজিৎ কুমার জানিয়েছেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব”র ৯২তম জন্মবার্ষিকীতে ২০২২ সালের ৮ আগস্ট আইডিয়া প্রকল্প কর্তৃক মহীয়সী ও অদম্য সাহসী, স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান প্রদান উপলক্ষে ২৫০ জন নারী উদ্যোক্তার প্রত্যেককে ৫০,০০০ টাকা করে এককালীন অনুদান প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সর্বমোট ১ কোটি ২৫ লক্ষ টাকার অনুদান দেওয়া হয়। একই বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আইডিয়া প্রকল্প কর্তৃক “স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান প্রদান অনুষ্ঠান ২০২২” আয়োজন করা হয়। উক্ত আয়োজনে ১০০০ জন নারী উদ্যোক্তার প্রত্যেককে ৫০,০০০ টাকা করে অনুদান প্রদান করা সহ সর্বমোট ৫ কোটি টাকার অনুদান দেওয়া হয় অগ্রগামী নারীদের। এছাড়াও পরবর্তীতে আরো বিভিন্ন পর্যায়ে আইডিয়া প্রকল্প থেকে প্রায় ২ হাজার নারী উদ্যোক্তাদের অনুদান দেয়া হয়েছে এবং আমরা ভবিষ্যতেও আরো অনুদান দেয়া হবে।
এসময় অন্যান্যর মধ্যে প্রকল্প পরিচালক মোহাম্মাদ আনোয়ার হোসেন, স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এনএম
মন্তব্য করুন: