editor.timesmail24@gmail.com শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

মুক্তি পেলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

টাইমস মেইল ডেস্ক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৭

সংগৃহীত ছবি

জামিনে মুক্তি পেয়েছেন এক সময়ের শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। মঙ্গলবার রাত ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে যান তিনি।

সুইডেন আসলাম খ্যাত শেখ আসলাম ২০১৪ সাল থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে তার মুক্তির তথ্যটি নিশ্চিত করেন কারাগারের জেলার লুৎফর রহমান।

কারা সূত্র জানায়, বর্তমানে ৬২ বছর বয়সী শেখ আসলামের (হাজতি নম্বর -৬৬৩/২০) জামিনের নথিপত্র মঙ্গলবারই কাশিমপুর কারাগারে পৌঁছায়। কারা কর্তৃপক্ষ জামিনের কাগজ যাচাই বাছাই শেষে রাত ৯টায় তাকে মুক্তি দেয়। ২০০৫ সালের ৩১ জানুয়ারি তিনি গ্রেপ্তার হয়েছিলেন।

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়ার এলাকার মৃত শেখ জিন্নাত আলীর ছেলে। তার বিরুদ্ধে বিশেষ দায়রা মামলা নং-২৯৬/২০১১ ও মেট্রো বিশেষ দায়রা মামলা নং-১৬৮০/২০ তেজগাঁও থানার মামলা হয়।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর