সাবেক সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে আরও ছয় দিনের রিমান্ড দেওয়া হয়েছে। জেলার আড়াইহাজারে শফিক ও বাবুল মিয়া হত্যার দুই মামলায় তার এ আদেশ হয়।
রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।
আদালত পুলিশের পরির্দশক আব্দুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, আড়াইহাজারের শফিক ও বাবুল মিয়া হত্যা নামে আলাদ দুটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুটি মামলায় পুলিশ দশ দিনের রিমান্ড আবেদন করে ছিলেন। শুনানি শেষে আদালত তিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে মঞ্জুরের পরপরই তাকে পুলিশ হেফাজতে নিয়ে গেছে। মামলা গুলোর তদন্তকারী কর্মকর্তারা জিজ্ঞাসাবাদের পর তাকে পূর্ণরায় আদালতে তোলা হবে।
মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে আড়াইহাজারে শফিকুল ইসলাম নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীসহ ৪৫ জনের নামে হত্যা মামলা হয়েছে। সেই সঙ্গে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করেছে এই মামলায়। ২১ আগস্ট রাতে নিহত শফিকুল ইসলাম শফিকের স্ত্রী তাছলিমা আক্তার বাদী হয়ে আড়াইহাজার থানায় এ মামলা করেছেন।
একইভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে আড়াইহাজারের দপ্তুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাবুল মিয়াকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীসহ ১৩১ জনের নামে মামলা করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়। গত ২২ আগস্ট রাতে দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন বাদী হয়ে আড়াইহাজার থানায় এ মামলাটি করেন।
গোলাম দস্তগীরের আইনজীবি জসিদ উদ্দিন বলেন, গোলাম দস্তগীর গাজীকে নির্দোষ দাবি করে এই মামলা গুলোতে জামিনের প্রার্থনা করা হয়। তবে আদালত তাকে জামিন না দিয়ে রিমান্ড মঞ্জুর করেন।
এমএএন
মন্তব্য করুন: