editor.timesmail24@gmail.com রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

আনিসুল হক ও সালমান এফ রহমান ১০ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২৪, ০০:০২

ছবি- সংগৃহিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদের আদালত এই আদেশ দেন। তার আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কড়া নিরাপত্তায় সন্ধ্যা সাড়ে ৬টায় তাদের আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এ সময় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। বিএনপিপন্থি আইনজীবীরা আনিসুল হক ও সালমান এফ রহমানের নামে নানা স্লোগান দিতে থাকেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে রয়েছেন। কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর এসেছে।

গত মঙ্গলবার (১৩ আগস্ট) আনিসুল হক ও সালমান এফ রহমানকে গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের কথা জানায় পুলিশ। পরে তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়।

এরই মধ্যে গত ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর