প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকারের আন্তরিকতা রয়েছে। দেশের আদালতগুলোতে মামলাজট কমাতে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ মে) রংপুর জেলা জজশিপে ‘ন্যায়কুঞ্জ’ সেডের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ন্যায় বিচার মানুষের মৌলিক অধিকার, প্রতিটি মানুষ যাতে সঠিক বিচার পায় সেজন্য বিচারক ও আইনজীবীদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান প্রধান বিচারপতি। তিনি বলেন, ন্যায়কুঞ্জ বিচার প্রার্থী ও স্বাক্ষীদের নিরাপদ আশ্রয়স্থল। আদালত চত্বরে এলোমেলোভাবে ঘুরে বেড়ানো মানুষদের এই ঘর সহায়ক হিসেবে কাজ করবে।
তিনি আরও বলেন, এক হাজার বর্গফুটের ন্যায়কুঞ্জে নারী-পুরুষদের আলাদাভাবে বসার স্থান, মাতৃদুগ্ধ পান কক্ষ, পুরুষ-মহিলাদের জন্য আলাদা বাথরুম, খাবার ক্যান্টিন, সুপেয় পানির ব্যবস্থা ও অগ্নিনির্বাপক ব্যবস্থাসহ সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থায় বেশ কয়েকটি সিসি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
এদিন উদ্বোধন শেষে বিচারপতি বিচারকদের বিভিন্ন এজলাস ঘুরে দেখেন। এছাড়া চিফ জুডিশিয়াল আদালত ভবনের হলরুমে বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন।
এওয়াইএইচ
মন্তব্য করুন: