ওষুধের দাম যৌক্তিক করতে সরকার আলোচনা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীতে এশিয়া ফার্মা এক্সপো এবং এশিয়া ল্যাব এক্সপো'র উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের কথা বিবেচনা করে ওষুধের দাম সহজলভ্য করতে হবে। সে লক্ষ্যে সবার সাথে আলোচনা করছে সরকার।
ডা. সামন্ত লাল সেন বলেন, 'আমি সবার সাথে কথা বলে একটা সহজলভ্য জায়গায় যেতে চাই, যাতে সাধারণ মানুষ ওষুধগুলো সুন্দরভাবে কিনতে পারে। সুতরাং সবার কথা বিবেচনা করে আমাকে এগুতে হবে।'
ওষুধের দাম বৃদ্ধি নিয়ে ওষুধ শিল্প মালিক সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির বলেন, উৎপাদনের খরচ বাড়লেও সে হারে দাম বাড়েনি। তবে কিছু কিছু ক্ষেত্রে দাম সমন্বয়ের প্রয়োজনীয়তা স্বীকার করেন তিনি।
অনুষ্ঠানে ওষুধ শিল্প মালিক সমিতির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আগামীতে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে স্বাস্থ্য খাত নিয়ে। সংকট এড়াতে অংশীজনদের একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
এওয়াইএইচ
মন্তব্য করুন: