editor.timesmail24@gmail.com শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

রাজস্ব কর্মকর্তা মতিউর’ই ছাগলকাণ্ডের ভাইরাল ইফাতের বাবা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুন ২০২৪, ০২:১২
আপডেট: ২১ জুন ২০২৪ ০২:০৬

ছবি: মতিউর রহমানের সঙ্গে ছেলে মুশফিকুর রহমান ইফাত

ছাগলকাণ্ডে আলোচিত ও ভাইরাল হওয়া মুশফিকুর রহমান ইফাত-কে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমান চিনি না বলে পৈতৃক পরিচয় অস্বীকার করলেও, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী জানিয়েছেন যে, ’রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানই হলো ছাগলকান্ডে ভাইরাল মুশফিকুর রহমান ইফাতের বাবা’।

বৃহস্পতিবার (২০ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

সংবাদ মাধ্যমে সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, মুশফিকুর রহমান ইফাত আমার ভাগ্নে। সে আমার মামাতো বোনের সন্তান, এটা সঠিক। আমার মেজো (২য়) মামার মেয়ে (ইফাতের মা শাম্মি আখতার শিবলী)। আর ইফাতের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমান আমার মামাতো বোনের স্বামী।
 
ইতোপূর্বে, বিভিন্ন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমান জানিয়েছেন যে, ছাগল নিয়ে ছবি ওঠা ভাইরাল হওয়া যুবক মুশফিকুর রহমান ইফাত ও তার মা শাম্মি আখতার শিবলীকে চেনেন না তিনি।

সম্প্রতি ছাগল নিয়ে ছবি তুলে ভাইরাল হওয়া যুবক মুশফিকুর রহমান ইফাত যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছেন সেটি তার মা শাম্মি আখতার শিবলীর জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তোলা। সেই পরিচয়পত্রে শাম্মি আখতারের স্বামীর নামের জায়গায় উল্লেখ আছে মতিউর রহমান। যদিও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের দাবি, এটি অন্য কোনো মতিউর রহমান।
 
তবে ইফাতদের এক সময়ের গাড়িচালকও সময় সংবাদকে জানান, তার বাবা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান। এদিকে গুঞ্জন উঠেছে এরমধ্যে হয়তো দেশ ছেড়েছেন মুশফিকুর রহমান ইফাত।
 
কোরবানির খাসির ছবি নিয়ে ভাইরাল হওয়া যুবক মুশফিকুর রহমান ইফাতের বাবা আসলে কে? কী তার নাম-পরিচয়? জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের দাবি ইফাত তার ছেলে তো দূরের কথা এ নামে তার কোনো আত্মীয় স্বজনও নেই। মতিউর রহমানের নামই বা আসলো কীভাবে?
 
রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি নিজেও আর্শ্চয হয়েছি, এমনভাবে ট্রোল হচ্ছে, যেটা আমার পরিবারে জন্য ক্ষতিকর। আমার ছেলে যুক্তরাষ্ট্রে অর্থনীতি নিয়ে পড়াশোনা করে এখন দেশে আছে। কিন্তু জীবনে দামি গরু কেনা তো দূরের কথা, একটু ভিন্ন রকমের ছেলে সে। এসব কাজের কোনো প্রশ্নই ওঠে না। আপনারা খোঁজ নিলে জানবেন।
 
তাহলে কীভাবে আপনার নাম এখানে এলো জানতে চাইলে তিনি বলেন, একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। এতে আমি বিব্রত। আমি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহায়তা চেয়েছি। এ ঘটনায় আইনি পদক্ষেপে নেব।
 
 
অনুসন্ধানী তথ্য মতে, এনবিআরের সদস্য মতিউর দুটি বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর নাম লাইলা কানিজ। যিনি বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্যদিকে দ্বিতীয় স্ত্রীর সন্তান মুশফিকুর রহমান ইফাত। ফেসবুকেও বাবা মতিউর রহমানের সঙ্গে ইফাতের যুগলবন্দি বেশ কয়েকটি ছবিও দেখা গেছে।

এনএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর