গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের হিয়াজোড়া গ্রামে আবারো টিপু শাহ মাজারের বাৎসরিক মাহফিলে বাধা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দুই থেকে তিনজন আহত হয়েছে বলে জানাযায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে টিপু শাহ মাজার কর্তৃপক্ষ বাৎসরিক ওরস উপলক্ষে মাহফিলের আয়োজন করে। এ খবরে নাঙ্গলকোট উপজেলার ‘ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতা’র ব্যানারে মাজারে অবস্থান করেন বিক্ষুব্ধ লোকজন। এ সময় মাজার ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। আহত হন দুই থেকে তিনজন।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর ওই মাজারসহ মোট ৮টি মাজার ভেঙে দেয়া হয়েছিল। পরবর্তীতে টিপু শাহ মাজার কর্তৃপক্ষ আজ মাহফিল করার জন্য প্রশাসনে আবেদন করে। স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষ ঘরোয়াভাবে আয়োজনের নির্দেশনা দেয়। কিন্তু মাজারের লোকজন বাইরে প্যান্ডেল টাঙিয়ে মাহফিলের আয়োজন করে। এদিকে, ‘ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতা’র ব্যানারে মাজার বিরোধী বিক্ষুব্ধ লোকজন এসে তা ভেঙে দেয়। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এমএএন
মন্তব্য করুন: