editor.timesmail24@gmail.com শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

কক্সবাজারে সন্ত্রাসী হামলায় সেনা কর্মকর্তা নিহত, আটক ৭

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩৪
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৯

সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজরায় যৌথ বাহিনীর অভিযান চলাকালে ডাকাতের হামলায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (২৩) নিহত হয়েছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় ছুরিকাঘাত করলে গুরুতর আহত তিনি। পরে কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে রামু এলাকায় পৌঁছালে তিনি মারা যান।

অভিযানে ডাকাত দলের সদস্য জিয়াবুল ও বেলালসহ সাতজনকে আটক করা হয়।

নিহত তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছিলেন। তানজিম ছরোয়ারের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার সদর উপজেলার মীরের বেতকা থানার খারের বেতকা গ্রামে বলে জানা গেছে।

যৌথবাহিনী ঘটনাস্থল থেকে ৩ জন ডাকাতকে আটক করেছে বলে আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পাশাপাশি ১টি দেশে তৈরি বন্দুক, ৬ রাউন্ড গোলাবারুদও উদ্ধার করে সেনাবাহিনী।

সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া।

তিনি বলেন, সেনাবাহিনীর একটি টিম সোমবার রাতে অস্ত্র উদ্ধার অভিযানে যায় ডুলাহাজারার মাইজপাড়া গ্রামে। রাত সাড়ে তিনটায় সশস্ত্র ডাকাত দেখে দ্রুত আটক করতে গেলে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে ডাকাতের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ডাকাতরা তার ঘাড়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয় এবং এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। আহত সেনা কর্মকর্তা তানজিম কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর