নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, তার বাবা গোলাম মর্তুজা স্বপনের বিরুদ্ধে নড়াইলে মামলা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা সৃষ্টি, খুনের উদ্দেশে গুলি, ভয়ভীতি দেখানো ও সহায়তা এবং হুকুমির অভিযোগ আনা হয়েছে। মামলায় নাম উল্লেখ করে মোট ৯০ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ মোস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ বাদী হয়ে মামলাটি করেন বলে জানান নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।
মামলার ১ নম্বর আসামি নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। ২ নম্বর আসামি করা হয়েছে মাশরাফির বাবা গোলাম মুর্তজাকে। ৩ ও ৪ নম্বর আসামি হিসেবে রয়েছেন যথাক্রমে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান।
মামলায় অন্য আসামিরা হলেন- নড়াইল পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আঞ্জুমান আরা, সাংগঠনিক সম্পাদক মিটুল কুন্ডু ও সরদার আলমগীর হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচিন কুমার চক্রবর্তী, পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুন্ডু, জেলা যুবলীগের সভাপতি ভিপি মাসুম, সাধারণ সম্পাদক খোকন সাহা, নড়াইল পৌরসভার কাউন্সিলর কাজী জহিরুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূইয়া, সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার, আইনজীবী মাহমুদুল হাসান প্রমুখ।
মামলায় ৯০ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত পরিচয় আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।
মামলার অভিযোগে বলা হয়েছে, ৪ অগাস্ট দুপুরে নড়াইল শহরের চৌরাস্তা থেকে চিত্রানদীর পূর্ব পাড় পর্যন্ত আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে শর্টগান, বন্দুক, পিস্তল, হাতবোমাসহ দেশি অস্ত্র নিয়ে সমাবেশ করেন।
এমএএন
মন্তব্য করুন: