editor.timesmail24@gmail.com শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ, ৭৯ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩০

চলমান শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বাইপাইল থেকে জিরাবো এলাকা পর্যন্ত অবস্থিত অন্তত ৭৯টি কারখানা আজ বন্ধ রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদারের মাধ্যমে শিল্পাঞ্চলের অন্যান্য কারখানাসহ ঢাকা ইপিজেডের কারখানাগুলো চালু রয়েছে।

সোমবার (০৯ সেপ্টেম্বর) বেলা ১১টা পর্যন্ত আশুলিয়ার জিরাবো, নিশ্চিন্তপুর, নরসিংহপুর, সরকার মাকের্টসহ বেশ কিছু এলাকায় ঘুরে ৭৯টি পোশাক কারখানায় সাধারণ ছুটির খবর পাওয়া যায়। 

শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, আজ শিল্পাঞ্চলের কোথাও কোনো সড়ক অবরোধসহ কারখানায় হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানাতেই উৎপাদন স্বাভাবিক রয়েছে। তবে আগে থেকেই কিছু কারখানায় অভ্যন্তরীণ বেশ কিছু দাবি দাওয়া নিয়ে শ্রমিক অসন্তোষ চলছিল। সেসব কারখানার শ্রমিকেরা কাজে ফেরেনি। তাই ওইসব কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে।

এ ছাড়া আজকের জন্য ছুটি ঘোষণা করা কারখানার আশপাশে থাকা বেশ কিছু কারখানায় কর্তৃপক্ষের ওপর হামলা হতে পারে শঙ্কায় তারাও তাদের কারখানায় ছুটি ঘোষণা করেছে। সব মিলিয়ে আজ অন্তত ৭৯টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে বলে জানিয়েছেন শিল্প পুলিশ।

শ্রমিকরা বলেন, টানা কয়েকদিন বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন তারা। তবে আজ কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা এলেও কারখানার গেটে ছুটির নোটিশ দেখতে পান। শ্রমিকরা তাদের ন্যায্য দাবি নিয়ে বিক্ষোভ করেছেন। তবে মালিকপক্ষ না মেনে নিয়েও আবার তালবাহানা করছেন জানিয়ে শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করেন।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, এই অঞ্চলের অধিকাংশ কারখানাই আজ বন্ধ রয়েছে। কিছু কারখানা খোলা রয়েছে, তবে এই সংখ্যা খুবই কম। হামীম, শারমীনসহ বড় কারখানাগুলোর সব বন্ধ।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর