editor.timesmail24@gmail.com রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

বিদ্যুৎস্পৃষ্টে পানিতে ডুবে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৪, ০১:৪৭

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে ডুবে জমসু মিয়া (৫৮) নামে এক ধান ব্যাবসায়ী মারা যায়।

আজ শুক্রবার (২৩ আগস্ট) উপজেলার ভাদিকারা গ্রাম সংলগ্ন কালীটেক নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত জমসু মিয়া একজন ধান ব্যাবসায়ী ছিলেন৷ ঐদিন স্থানীয় বুল্লাবাজার থেকে ধানের বুঝাই নৌকা নিয়ে তার গ্রামের বাড়ি নোয়াগাঁও গ্রামে আসার পথিমধ্যে ভাদিকারা গ্রাম সংলগ্ন কালীটেক নামক স্থান হাওড় এলাকায় নদীর উপর দিয়ে বয়ে যাওয়া ৩৩ কেভি বিদ্যুৎ এর  লাইনে (তার) আঘাত করলে বিদ্যুৎস্পৃষ্টে সে পানিতে পড়ে যায়, পরে টানা কয়েকঘন্টা খোঁজাখুঁজির পর তার সন্ধান মেলেনি, পরে খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একদল ডুবুরি দল ঘটনা স্থলে পৌছে প্রায় ৩০ মিনিট উদ্ধার কাজ পরিচালনা করে মৃতের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
 
সিনিয়র স্টেশন কর্মকর্তা সুলতানা মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর