editor.timesmail24@gmail.com রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

কু‌মিল্লার গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত জনবসতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৪, ১২:৫৪
আপডেট: ২৩ আগষ্ট ২০২৪ ১৭:০৮

টানা বৃষ্টি ও ভারতীয় উজানের ঢলে কুমিল্লার গোমতী নদীর বাঁধ ধসে গিয়ে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে গোমতী নদীর উত্তর পূর্ব পাশে কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের মিথিলাপুর এলাকার বুরবুড়িয়া বাঁধ ভেঙে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, পানির প্রবল ঢেউয়ের এক পর্যায়ে বুরবুড়িয়া বাঁধে ফাটল দেখা দেয়। এসময় স্থানীয়রা ফাটল বন্ধ করতে গিয়ে দেখে সেখানে গভীর গর্ত সৃষ্টি হয়ে পানি বের হচ্ছে। এক পর্যায়ে পানির স্রোত বাড়তে থাকে ও সেই গর্তের আকার বড় হতে থাকে ও সেখান দিয়ে প্রবল গতিতে পানি বের হতে থাকে। এসময় পানিতে প্লাবিত হয়ে যায় আশেপাশের জনবসতি।

স্থানীয়দের দাবি, গত ৫০ বছ‌রে এই এলাকার বাধ ভাঙতে দে‌খে‌ন‌নি তারা। ফ‌লে বন‌্যা মোকা‌বিলার পূর্ব অভিজ্ঞতা না থাকার কার‌ণে অনেকেই বিপা‌কে প‌ড়ে‌ছেন।

আজ শুক্রবার (২৩ আগস্ট) সকালে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার বার্তা২৪.কমকে বলেন, এখন পর্যন্ত বুড়িচং সদর, বাকশীমূল এবং ঘোলনল ইউনিয়নের প্রায় ২০টি গ্রাম শতভাগ প্লাবিত হয়ে গেছে। ঘর-বাড়িগুলো পুরোপুরি তলিয়ে গেছে। সেখানে হাজার হাজার মানুষ আটকা পড়ে আছে। স্রোতের তীব্রতার কারণে উদ্ধারকারী দল কাজ করতে পারছে না।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর