বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে কেন্দ্রীয় শহিদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে ইয়ুথ লিডার অব ভান্ডারিয়া।
গত শনিবার (১৭ আগষ্ট) রাতে সাধারণ ছাত্রদের অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন ভান্ডারিয়ার সদস্যরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা, মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়া মোনাজাত করে।
জানা যায়, চলমান সহিংসতা প্রতিরোধের পাশাপাশি শান্তিশৃঙ্খলা রক্ষা ও জনজীবনের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে দেশের অন্যান্য জায়গার ন্যায় ভান্ডারিয়াতেও সংগঠন করে শিক্ষার্থীরা। সম্পূর্ন রাজনৈতিক ছত্রছায়ার বাইরে সংগঠনের প্রতিটি সদস্য। জনসাধারণের পাশে থেকে তাদের জীবনমানকে সহজ করা ও ন্যায়ের পথে জনগনের ন্যায্য দাবীর পক্ষে কথা বলা এই সংগঠনের অন্যতম উদ্দেশ্য। এছাড়া বাজার মনিটরিং, যানজট নিরসন, ফুটপাথ দখলমুক্তকরণ, চাঁদাবাজী প্রতিহতকরন, সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিদ্যালয় ও মহাবিদ্যালয় গুলোতে ক্যাম্পেইন পরিচালনা সফলভাবে বাস্তবায়নের পাশাপাশি বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে বেশকিছু কর্মসূচি।
এনএম
মন্তব্য করুন: