editor.timesmail24@gmail.com শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

মঙ্গলবার থেকে যাত্রীবাহী ট্রেন চলবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৪, ০০:২১

ফাইল ছবি

সারা দেশে সহিংসতা ও নাশকতার মধ্যে নিরাপত্তাজনিত কারণে ট্রেন চলাচল বন্ধ ছিল। আগামীকাল সোমবার থেকে চালু হবে ট্রেন চলাচল। প্রথম মালবাহী ট্রেন চলবে। আর ১৩ আগস্ট থেকে চলবে মেইল, এক্সপ্রেস ও কমিউটার ট্রেন।

রোববার বিকেলে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ নাহিদ হাসান খাঁন বিষয়টি এক ক্ষুদে বার্তায় জানিয়েছেন।

ক্ষুদে বার্তায় বলা হয়, আগামীকাল ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল,এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন চলবে। আর ২৭ দিন বন্ধ থাকার পর ১৫ আগস্ট থেকে সারাদেশে চলবে আন্তঃনগর ট্রেন। যার টিকিট বিক্রি হবে সোমবার বিকেল ৫টা থেকে। তবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে।

রেলওয়ের মহাপরিচালক বলেন, আগামীকাল থেকে ট্রেন চলাচল শুরু হলেও ১৫ আগস্ট থেকে আন্তঃনগরসহ পুরো দমে ট্রেন চলবে।

এর আগে, কোটা সংস্কার আন্দোলনের মুখে গত ১৮ জুলাই থেকে বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল বন্ধ হয়েছে। তবে সরকারের কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। কিন্তু গত ৩ আগস্ট থেকে সারা দেশে আবারও ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ রেলওয়ে। এতে করে লোকাল ও কমিউটার ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর