editor.timesmail24@gmail.com রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

১০ দিন পর আজ চালু হলো মোবাইল ইন্টারনেট

টাইমস মেইল ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৪, ২২:৪০

সারাদেশে টানা ১০ দিন বন্ধ থাকা মোবাইল ইন্টারনেট সেবা চালু হয়েছে আজ। রোববার (২৮ জুলাই) বিকেল ৩টায় থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট চালু হয়।

আজ বেলা ১১টার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) ব্রিফিংয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী, বিকেল ৩ টায় মোবাইল ইন্টারনেট সেবা চালুর কথা জানান। একই সঙ্গে এই সময়ে যে গ্রাহকেরা মোবাইলে ইন্টারনেটে যুক্ত হবেন তারা তিন দিনের জন্য ৫ জিবি ইন্টারনেট বোনাস পাবেন।

দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে সরকার ১৯ জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করে। কারফিউর আগেই ১৭ জুলাই মধ্যরাত থেকে থ্রি-জি ও ফোর-জি নেটওয়ার্ক বন্ধ করায় দেশের মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়।

মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারীরা জানান, দেশের ৫টি অপারেটর কোম্পানির (বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক, গ্রামীণফোন) সব সিম থেকে এখন ডাটা ব্যবহার করে অনলাইনে বিভিন্ন কাজ করা সম্ভব হচ্ছে। তবে ধীরগতির কারণে ডাটা ব্যবহার করে স্বস্তি পাচ্ছেন না।

বিষয়টি নিয়ে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতেই সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বার্থান্বেষী মহলের নানা গুজব ছড়াচ্ছে। তারা অস্থিতিশীল পরিস্থিতির তৈরি করতে চাচ্ছে। সেজন্য সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে।

তিনি আরও বলেন, বুধবার ফেসবুক-টিকটক প্রতিনিধিদের বিটিআরসি কার্যালয়ে ডাকা হয়েছে। তাদের কাছে থেকে ব্যাখ্যা পাওয়ার ভিত্তিতে প্লাটফর্মগুলো চালু করা হবে।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর