পাবনার আমিনপুর থানায় কলেজছাত্র আব্দুল গাফফার মাছুম হত্যা মামলায় তার দুলাভাইসহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারেক এই আদেশ দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, সিরাজগঞ্জের চৌহালী থানার মিনিদিয়ার চর এলাকার নুরাল মেম্বারের ছেলে মো. আজিম, চৌহালীর বাউসার ওহাব মোল্লার ছেলে মো. শহিদুল এবং একই এলাকার মছলত সরদারের ছেলে ছাবেদ আলী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সুজানগরের ডা. জহরুল কামাল কলেজের একাদশ শ্রেণির ছাত্র আব্দুল গাফফার মাছুমকে ২০১৫ সালের ১৯ আগস্ট মোটরসাইকেল ক্রয়-বিক্রির কথা বলে কৌশলে অপহরণ করেন তার চাচাতো দুলাভাই মো. আজিম। পরদিন মাছুমের ফোনে কল করা হলে মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করা হয়। পরে দুলাভাই মো. আজিমকে সন্দেহ করে তার নামসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করা হয়। পরে আজিম মাছুমকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যা করে মরদেহ যমুনা নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন।
এ ঘটনার তদন্ত শেষে ২০১৬ সালের ৩ নভেম্বর আজিমসহ আরও ৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে রমজান নামে এক আসামির মৃত্যু হয়।
এমএএন
মন্তব্য করুন: