editor.timesmail24@gmail.com শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

ঈদুল আজহা

বেনাপোল বন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন ২০২৪, ১৮:৪২
আপডেট: ১৩ জুন ২০২৪ ১৮:০৬

ফাইল ছবি

ঈদুল আজহা উপলক্ষে টানা পাঁচদিন বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে আগামী শনিবার (১৫ জুন) থেকে মঙ্গলবার (১৮ জুন) পর্যন্ত ভারত থেকে এ বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার (১৯ জুন) সকাল থেকে ভারত হতে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের যাবতীয় কার্যক্রম সচল হবে।

বন্দর সূত্রে জানা যায়, ঈদুল আজহার ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ১৯ জুন সকাল থেকে আগের মতো এ পথে আমদানি-রপ্তানিসহ কাস্টমস হাউস ও বন্দরের পণ্য খালাস কার্যক্রম সকল থেকে চলবে।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর