নেত্রকোনার পূর্বধলায় একটি খামারে ষাঁড়, গাভি, বাছুরসহ ২৭টি গরুর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, নেপিয়ার ঘাস খেয়ে এসব গরুর মৃত্যু হয়েছে।
রবিবার (৯ জুন) থেকে মঙ্গলবার (১১ জুন) রাত পর্যন্ত পূর্বধলা সদর ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের তাহাযিদ অ্যাগ্রো ফার্মে এ ঘটনা ঘটে।
খামারের মালিক জাহেরুল ইসলাম বলেন, ‘তার খামারে দুই শতাধিক ছোট-বড় গরু আছে। এর মধ্যে ষাঁড় বেশি। কোরবানির ঈদ কেন্দ্র করে তিনি ষাঁড়গুলো বিক্রির প্রস্তুতি নিয়েছিলেন। শনিবার সন্ধ্যায় তার নিজস্ব ক্ষেত থেকে নেপিয়ার জাতীয় কাঁচা ঘাস খাওয়ানোর পরই গরুগুলো অসুস্থ হতে শুরু করে। পরদিন রবিবার দুপুর থেকে একের পর এক গরু মারা যেতে থাকে। সবশেষ মঙ্গলবার রাত ৮টার দিকে একটি ষাঁড় মারা যায়। এ নিয়ে খামারের ২৭টি গরু মারা গেছে।
তিনি আরও বলেন, খামারের ২০৩টি গরুর মধ্যে অন্তত ৫০টি গরুকে এ ঘাস খেতে দেয়া হয়েছিল। মারা যাওয়ার পর খামারে এখনও চারটি গরু অসুস্থ রয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা এসে মৃত গরুগুলোর নমুনা ও ঘাসের নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন।
পূর্বধলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম এম এ আউয়াল তালুকদার বলেন, বৃষ্টির সময় কচি ঘাসে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে। নাইট্রেট বিষক্রিয়ায় গরুগুলো মারা যেতে পারে। ঘাসের নমুনা ও মারা যাওয়া গরুর নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর আরও বিস্তারিত জানা যাবে।
এমএএন
মন্তব্য করুন: