editor.timesmail24@gmail.com রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

কুমিল্লায় বসছে ৪০৯টি পশুর হাট

নাঈম মজুমদার

প্রকাশিত: ১১ জুন ২০২৪, ২২:২৫
আপডেট: ১১ জুন ২০২৪ ২২:০৬

ফাইল ছবি

কুমিল্লা জেলার ১৮টি থানা এলাকায় চলতি বছর স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৪০৯টি পশুর হাট বসছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটের ইজারাদারদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় হয়।

গতকাল সোমবার (১০ জুন) দুপুরে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার আব্দুল মান্নান।

সভায় জেলার ১৮টি থানার পশুর হাটের ইজারাদার উপস্থিত ছিলেন। এ সময় হাটের ইজারাদাররা তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধা ও পর্যবেক্ষণ তুলে ধরে মতামত জানান।

পরে পুলিশ সুপার পশুর হাটে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও হয়রানি রোধ, জাল টাকা শনাক্তের জন্য মেশিন স্থাপনসহ অন্যান্য বিষয়ে দিকনির্দেশনা দেন।

সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামানঅতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক (অতিরিক্ত দায়িত্বে ডিবি) মো নাজমুল হাসানঅতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী মোঃ মতিউল ইসলামঅতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেনঅতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মো. রবিউল ইসলাম উপস্থিত ছিলেন

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর