ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া ১৯টি উপজেলায় ভোটগ্রহণ চলছে। রোববার (৯ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
স্থগিত হওয়া উপজেলা নির্বাচনগুলোর মধ্যে বরিশালের গৌরনদী ও আগৈলঝরা উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বরগুনার পাথরঘাটা ও বামনা উপজেলায়ও ভোট অনুষ্ঠিত হয়েছে। এ দুটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এই উপজেলাগুলোতে, গত ২৯ মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হয় ১৯টি উপজেলা পরিষদের ভোটগ্রহণ।
এওয়াইএইচ
মন্তব্য করুন: