editor.timesmail24@gmail.com রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

ঘূর্ণিঝড় রেমাল: স্থগিত ১৯ উপজেলায় চলছে ভোটগ্রহণ

টাইমস মেইল ডেস্ক

প্রকাশিত: ৯ জুন ২০২৪, ১৮:০৪
আপডেট: ০৯ জুন ২০২৪ ১৮:০৬

ফাইল ছবি

ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া ১৯টি উপজেলায় ভোটগ্রহণ চলছে। রোববার (৯ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

স্থগিত হওয়া উপজেলা নির্বাচনগুলোর মধ্যে বরিশালের গৌরনদী ও আগৈলঝরা উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বরগুনার পাথরঘাটা ও বামনা উপজেলায়ও ভোট অনুষ্ঠিত হয়েছে। এ দুটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

 
বাগেরহাটের তিন উপজেলার একশ' ৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। ঝালকাঠির কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলা পরিষদ ভোট অনুষ্ঠিত হলেও উপস্থিতি ছিল খুবই কম। পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা পরিষদ নির্বাচনেও বিকেট ৪টা পর্যন্ত চলেছে ভোট গ্রহণ। 

এই উপজেলাগুলোতে, গত ২৯ মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হয় ১৯টি উপজেলা পরিষদের ভোটগ্রহণ। 

এওয়াইএইচ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর