editor.timesmail24@gmail.com রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
৯ অগ্রহায়ণ ১৪৩১

বিদ্যুৎ বিভ্রাটে মেট্রোরেল চলাচলে বিঘ্ন, যাত্রীদের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মে ২০২৪, ১৯:২৬

ছবি: সংগ্রহীত

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৈরী আবহাওয়ার মধ্যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাময়িকভাবে সোমবার সকালে ঢাকায় মেট্রোরেল চলাচল প্রায় আড়াই ঘণ্টা বন্ধ ছিল । পরে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হলেও ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

আজ সেমবার (২৭ মে) সকাল থেকে এ সমস্যা শুরু হয়। এদিকে সকাল থেকে রাজধানীর আবহাওয়ার অবস্থা ভালো নয়। অন্যদিকে মেট্রোরেল বন্ধ হওয়ায় যেসব যাত্রী জরুরি কাজে হাতে কম সময় নিয়ে বের হয়েছিলেন তারা চরম বিপদে পড়েন। অনেকেই মেট্রোস্টেশন থেকে নেমে পাবলিক বাসের ছড়ে গন্তবে যাওয়ার চেষ্টা করেন।

পরে একলাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হলেও কেবলমাত্র এমআরটি পাসধারী যাত্রীরা যাতায়াত করতে পারছেন, সাধারণ যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে।

এদিকে এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খান টাইমস মেইল ২৪ এর সাথে সাক্ষাৎকারে জানান, "সকালে উত্তরা স্টেশন থেকে প্রথম ট্রেনটি যাওয়ার পর আর কোনো ট্রেন চলাচল করেনি। এর পরপরই বিদ্যুৎ বিভ্রাটের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

“সাড়ে ১০টার দিকে মতিঝিল থেকে উত্তরা যাওয়ার লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। এখন ২০ মিনিট পরপর ট্রেন ছাড়বে। সমস্যা সমাধানে কাজ করছেন মেট্রোরেলের কর্মীরা।"

এক লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হলেও কেবলমাত্র এমআরটি পাসধারী যাত্রীরা যাতায়াত করতে পারছেন। সাধারণ যাত্রীদের কাউন্টার থেকে টিকেট দেওয়া হচ্ছে না। ফলে বিভিন্ন স্টেশনে যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে।

মিরপুর ১০ নম্বর স্টেশনে গিয়ে দেখা গেছে, টিকেট কাউন্টার বন্ধ। যাত্রীরা টিকিটের জন্য দাঁড়িয়ে আছেন।

এ বিষয়ে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এনএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর